কানাইঘাট নিউজ ডেস্ক:
আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা থেকে বিদায় নেবেন প্রেসিডেন্ট
বারাক ওবামা। এরপর পরিবার নিয়ে হোয়াইট হাউজ ছেড়ে ওয়াশিংটন ডিসির কালোরামায় ৯
কক্ষের বাসায় উঠবেন তিনি।
ওবামা দম্পতির কন্যা শাশার পড়াশুনা শেষ না হওয়া পর্যন্ত ৮ হাজার ২শ’
স্কয়ারের ওই বাসায় থাকবে বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক টাইম বলছে, ডেমোক্র্যাট দলের সদস্য জো
লকহার্ট ওই বাড়ির মালিক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল
লিগের নির্বাহীর দায়িত্ব পালন করছেন এবং তার স্ত্রী জিওভান্না গ্রে লকহার্ট
একটি গ্লামার পত্রিকার সম্পাদক।
যুক্তরাষ্ট্রে কালোরামা শহরটি বেশ জনপ্রিয়। শেহরটিতে দেশটির
শীর্ষস্থানীয় কূটনীতিকরা থাকেন। অনেকেই ভাড়া বাসা নিয়ে থাকলেও নিজেদের বাড়ি
বলেই মনে করেন এই শহরকে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই নতুন বাড়ি নিয়ে প্রথম সংবাদ প্রকাশ
করে পলিটিকো ডটকম। এমন এক সময় এ সংবাদ প্রকাশ করা হয়েছে যার এক বছর পরে
ওবামা দম্পতির বড় কন্যা মালিয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালেয়ে ভর্তি হবে। ছবিতে
দেখুন হোয়াইট ছাড়ার পর যে বাড়িতে উঠবেন ওবামা…
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়