Friday, May 27

আনন্দের মাঝে হঠাৎ মাহির দুঃসংবাদ

কানাইঘাট নিউজ ডেস্ক:
অনেকটা হুট করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। মাহির বর সিলেটের কদমতলি এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু। বিয়ের পর প্রথমবারের মতো আজ শুক্রবার দুপুরে শ্বশুর বাড়িতে পৌঁছেছেন মাহি।
বিয়ের কারণে ঘরে-বাইরে যখন আনন্দের ঘনঘটা ঠিক তখনই দুঃসংবাদ এসে হাজির হয়েছে মাহির শ্বশুর বাড়ি। আজ দুপুরে না ফেরার দেশে চলে গেছেন মাহির ফুফা শ্বশুর। নতুন বৌকে বরণ করে নিতে যখন সবাই ব্যস্ত ঠিক তখনই এমন দুঃসংবাদ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু সংবাদে স্বাভাবিকভাবেই বাড়ির সকলের মন খারাপ হয়েছে। বাড়ির সবাই ছুটে যাচ্ছেন অপুর ফুফুর বাড়ি।
মাহি সেখানে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানা না গেলেও তার বর অপু বাড়ির অন্যদের সঙ্গে ফুফুর বাড়িতে গেছেন বলে জানা গেছে। গত ১২ মে গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়। গত বুধবার দুপুরে মাহির বাসায় বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নগরীর উত্তরায় এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বর ও বধূ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়