Tuesday, May 3

টেস্টে রেটিং বেড়েছে বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ: টেস্ট র‌্যাংকিংয়ে অবস্থান অপরিবর্তিত থাকলেও রেটিং পয়েন্টে উন্নতি করেছে টাইগাররা। বার্ষিক হালনাগাদের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান কমে হয়েছে ৮ রেটিং পয়েন্ট। মঙ্গলবার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। হালনাগাদের আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল ২৯ পয়েন্ট। ৭৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ, ৪৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ। হালনাগাদের পর অবস্থান ঠিক থাকলেও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হয়েছে ৬৫, বাংলাদেশের বেড়ে হয়েছে ৫৭। হালনাগাদের পর শীর্ষস্থান আরও সংহত করেছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের সঙ্গে ব্যবধান আগে ছিল ২ পয়েন্ট, সেটি বেড়ে হয়েছে ৬ পয়েন্ট। ভারতের ঘাড়ে নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। চার থেকে তিনে উঠে এসেছে তারা, ভারতের থেকে পিছিয়ে মাত্র ১ পয়েন্ট। তবে হালনাগাদ বড় দু:সংবাদ বয়ে এনেছে দক্ষিণ আফ্রিকার জন্য। তিন থেকে প্রোটিয়ারা নেমে গেছে ছয় নম্বরে। র‌্যাঙ্কিংয়ে কমেছে তাদের ১৭ পয়েন্ট!

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়