কানাইঘাট নিউজ ডেস্ক: এক
মুস্তাফিজের নাম আর কতবার শুনতে হবে? আপনার মনে এমন প্রশ্ন জাগায়ই
স্বাভাবিক। কারণ, গত এক বছর ধরে নিয়মিত পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ
সবখানে চলছে মুস্তাফিজ বন্দনা। তবে এটুকু বলা যায়- যে দেশের নাম উজ্জল
করছে তার নাম শুনতেওতো ভালো লাগে।
ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তার গুণ প্রকাশ করেননি এমন ক্রিকট বোদ্ধা খুঁজে পাওয়া কষ্টকর। বাংলাদেশের ক্রিকেটের চির শত্রু ভারতের ধোনি থেকে কোহলি, গাভাষ্কার থেকে লক্ষণ সবাই তাকে দিয়েছেন অনবদ্য সার্টিফিকেট। এবার বাংলাদেশের এই তরুণ পেসারের প্রশংসায় সামিল হলেন প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসার মনোজ প্রভাকর।
তার মতে, সুইংটাকে এই বাংলাদেশি পেসার শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। মুস্তাফিজুরের কব্জির অসাধারণ ব্যবহার আর ক্লিন অ্যাকশনে মুগ্ধ প্রভাকর।
তিনি বলেন, 'ইয়র্কার, কাটার সব কিছুই এর মধ্যে আয়ত্ত করে ফেলেছে ছেলেটা, মাথা ঠিক রাখতে পারলে এই ছেলেকে আটকানো মুশকিল।'
ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তার গুণ প্রকাশ করেননি এমন ক্রিকট বোদ্ধা খুঁজে পাওয়া কষ্টকর। বাংলাদেশের ক্রিকেটের চির শত্রু ভারতের ধোনি থেকে কোহলি, গাভাষ্কার থেকে লক্ষণ সবাই তাকে দিয়েছেন অনবদ্য সার্টিফিকেট। এবার বাংলাদেশের এই তরুণ পেসারের প্রশংসায় সামিল হলেন প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসার মনোজ প্রভাকর।
তার মতে, সুইংটাকে এই বাংলাদেশি পেসার শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। মুস্তাফিজুরের কব্জির অসাধারণ ব্যবহার আর ক্লিন অ্যাকশনে মুগ্ধ প্রভাকর।
তিনি বলেন, 'ইয়র্কার, কাটার সব কিছুই এর মধ্যে আয়ত্ত করে ফেলেছে ছেলেটা, মাথা ঠিক রাখতে পারলে এই ছেলেকে আটকানো মুশকিল।'
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়