Saturday, May 7

বিশ্বনাথে দুটিতে আ. লীগ, দুটিতে বিএনপি ও বিদ্রোহীরা দুটিতে বিজয়ী


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি ও দুটিতে দুই দলের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শনিবার রাতে স্থানীয় এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে এ ফলাফল জানা গেছে। উপজেলার বিশ্বনাথ সদরে আ. লীগের বিদ্রোহী প্রার্থী ফয়জুল হক (আনারস), দৌলতপুরে আ. লীগের আমির আলী (নৌকা), অলংকারীতে বিএনপির বিদ্রোহী নাজমুল ইসলাম রুহেল (চশমা), রামপাশায় আ. লীগের আলমগীর হোসেন (নৌকা), খাজাঞ্চিতে বিএনপির গিয়াস উদ্দিন (ধান) ও লামাকাজীতে ইউনিয়নে বিএনপির প্রার্থী কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছন। তাৎক্ষণিকভাবে তাদের ভোটের হিসেব জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়