Sunday, May 29

সিলেটে ১৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ


সিলেট, রবিবার, ২৯ মে ২০১৬ :: সিলেটে শপথ গ্রহণ করেছেন ১৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেন। রবিবার বেলা ২টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ এবং চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ শপথ গ্রহণ করেন। অন্যদিকে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব, আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল এবং ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ চৌধুরী শপথ গ্রহণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়