সিলেট, রবিবার, ২২ মে ২০১৬ :: ধর্মীয় ভাবগাম্ভীর্যে সিলেট পালিত হচ্ছে শবে বরাত। রবিবার সন্ধ্যা থেকে ইবাদত বন্দেগির মধ্যে কাটাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে বরাত উপলক্ষে নগরীর রাস্তাঘাট ফাঁকা থাকলেও উল্টো চিত্র দেখা গেল মাজার ও মসজিদগুলোতে।
আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন মাজারভক্ত লোকজন। তারা ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.), তাঁর ভাগ্নে হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলমান হযরত বোরহান উদ্দিন (রহ.)সহ অন্যান্য ওলি-আউলিয়ার মাজার জেয়ারত করতে দেখা গেছে।
শবে বরাতে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাওয়া তথা প্রার্থনার জন্য মানুষ সন্ধার পর থেকেই বিভিন্ন মসজিদে ভিড় করেন। অনেকে আবার মাজার ও কবরস্থানে যান মোনাজাত করার জন্য। কাছের মানুষটির কবরের পাশে দাঁড়িয়ে তার মুক্তির জন্য দোয়া করেন স্বজনরা। সিলেট নগরীর মাজার ও কবরস্থানগুলোতে বিভিন্ন বয়েসী স্বজনদের যেতে দেখা গেছে রবিবার সারাদিনই। এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে মাজার জিয়ারত করতে আসেন অসংখ্য লোক।
এদিকে, হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজারে পবিত্র শবে বরাত উপলক্ষে সন্ধ্যার পর থেকেই মানুষের ঢল নামতে শুরু করে। দেশের বিভিন্ন স্থান থেকে ইবাদত করতে দলে দলে মাজারে আসতে শুরু করেন মুসল্লিরা।
বেড়েছে ভিক্ষুক : শবে বরাতকে কেন্দ্র করে সিলেট নগরীতে বেড়েছে ভিক্ষুকদের উপস্থিতি। বিভিন্ন জেলা থেকে ভিক্ষুকরা অধিক ভিক্ষা পাওয়ার আশায় এখানে এসে ভিড় জমান। বিভিন্ন মসজিদ ও মাজারের পাশে তাদের ভিক্ষার ঝুলি বিছিয়ে বসে থাকতে দেখা গেছে।
বিশেষ এ দিন উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় কয়েকগুণ বেশি ভিক্ষা পাওয়া যায় বলে জানিয়েছেন ভিক্ষুকরা।
আর নগরীর মাজার ও মসজিদগুলোর সামনের রাস্তার পাশের ভ্র্যামমান চটপটি ও ফুচকার দোকানগুলোতেও ভিড় লেগে আছে। বাসায় হরেক রকম খাবার খাওয়ার পরও অনেকেই ফুচকা চটপটির লোভ সালাতে পারেননি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়