নিজস্ব প্রতিবেদক:
জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ইউনিয়নবাসীর উদ্যোগে এক শোকরানা সমাবেশ শনিবার বিকেল ৩টায় চারিকাটা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। চারিকাটা ইউপির বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এম.এ হকের সভাপতিত্বে ও যুবনেতা আনোয়ার হোসেন ফয়সলের পরিচালনায় উক্ত শোকরানা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির আহমদ, চারিকাটা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী সুলতান আহমদ, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম চৌধুরী ফয়ছল। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন, শফিকুল হক, হাজী ইউসুফ আলী, আব্দুল কাদির মেম্বার, ইসমাইল আলী, সিরাজুল ইসলাম, ফারুক আহমদ, মহি উদ্দিন, রাহেল আহমদ, নবনির্বাচিত ইউপি সদস্য হাফিজ জালাল আহমদ, রায়হান আহমদ ইউপি সদস্য নুর আমিন, যুবলীগ নেতা আবুল আহমদ, লালাখাল চা-শ্রমিক নেতা চান মিয়া, বদরুল হোসেন, জমিয়ত নেতা মাওঃ নোমানা আহমদ, ছাত্রনেতা রাহেল আহমদ, কবির আহমদ, চারিকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ, যুবনেতা দেলোয়ার হোসেন, ফয়ছল আহমদ, সেলিম আহমদ, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরোদ চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েলকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়া বরণ করা হয়। চারিকাটা ইউপির সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, জৈন্তাপুর উপজেলাকে একটি মর্যাদাশীল ও মডেল উপজেলায় পরিণত করতে দলমতের উর্ধ্বে উঠে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। চারিকাটা ইউপির উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, ২৩ এপ্রিল অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলার নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার ফলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছেন। যুব ক্রীড়া সংগঠক শাহ আলম চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি ইউনিয়ন বাসীর প্রতি ধন্যবাদ জানান এবং ইউনিয়নের উন্নয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীরা শোকরানা সমাবেশে উপস্থিত হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে এই ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে যাবে। নবনির্বাচিত চারিকাটা ইউপির চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল তার বক্তব্যে বলেন, দলমতের উর্ধ্বে উঠে ইউনিয়নের সর্বস্তরের ভোটাররা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। এর প্রতিদান আমি দিতে চাই। তাকে বিপুল ভোটে বিজয়ী করায় ইউনিয়নবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে চারিকাটা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করার জন্য আমি কাজ করে যাব। এজন্য তিনি সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়