কা্নাইঘাট নিউজ ডেস্ক:
গুপ্তচরবৃত্তির দায়ে মিশরে আল জাজিরার দুই সাংবাদিকসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য কাতারে পাচারের দোষ প্রমাণ হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে।
শনিবার রাজধানী কায়রোর ওই আদালত এ মৃত্যুদণ্ডাদেশ দেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, ২০১৩ সালের শেষ দিকে দায়ের করা গুপ্তচরবৃত্তির এই মামলার রায় ঘোষণা করা হলেও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে দায়ের করা একই অভিযোগের আরেকটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
শনিবার ঘোষিত এই মৃত্যুদণ্ডাদেশ এখন দেশটির প্রভাবশালী ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতির কাছে পাঠানো হবে। তার পরামর্শক্রমে এই দণ্ড কমানোও হতে পারে, আবার বহালও রাখা হতে পারে। যদিও মুফতির পরামর্শ মানতে বাধ্য নয় আদালত।
আদালতের কর্মকর্তারা জানাচ্ছেন, দণ্ডাদেশপ্রাপ্ত ছয়জন এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে মোহাম্মদ মুরসির সরকারকে সহযোগিতা করার অভিযোগ আনা হলেও তা বরাবরই অস্বীকার করে আসছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়