কানাইঘাট নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি শনিবার ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এ পূর্নাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন সিলেট বিভাগের ৮ নেতা। তারা হলেন সহ সভাপতি হবিগঞ্জের মো. জুলহাস উদ্দিন, সুনামগঞ্জের মিহির দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজারের সাইদ খান শাওন, সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জের মাহবুব হাসান বকুল, মানব সম্পদ সম্পাদক সিলেটের শাহিনুর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক হবিগঞ্জের মো. আব্দুল হান্নান, উপ নাট্য ও বিতর্ক সম্পাদক সাইদুল ইসলাম চৌধুরী এবং সহ সম্পাদক মৌলভীবাজারের মো. হাসান।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সিলেটের মো. জয়নাল আবেদীন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়