ঢাকা: বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার চলতে থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এছাড়া বাংলাদেশের আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডও বহাল থাকবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সুইডেনের অভিবাসন ও বিচারমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বৈঠকে সুইডেনের মন্ত্রী বাংলাদেশে মুক্তমনাদের হত্যার বিষয়ে বলেন, এই ধরণের হত্যার ঘটনা কাম্য নয়। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি সরকার খতিয়ে দেখবে বলে সুইডিশ মন্ত্রীকে আশ্বস্ত করা হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়