কানাইঘাট নিউজ ডেস্ক:
আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার দুপুর থেকেই স্ব স্ব ইউনিয়নের প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ দেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও জাসদ-এর প্রার্থীদের মধ্যে দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নিজেদের পছন্দের প্রতীক বরাদ্দ দেয়া হয়। যে সকল প্রতীকে একাধিক প্রার্থীর পছন্দের তালিকায় ছিল, সে সকল প্রতীক বরাদ্দ লটারির মাধ্যমে নিষ্পত্তি হয়।
প্রতীক বরাদ্দ পাওয়া উল্লসিত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে এদিনও উপজেলা চত্বর ও পৌর শহরে প্রকাশ্য মিছিল ও শোডাউন করেন। এর আগে, মনোনয়নপত্র জমাদানের দিন থেকেই উপজেলাজুড়ে বিভিন্ন পদের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চললেও সংশ্লিষ্ট প্রশাসন এখনো নিরব ভূমিকা পালন করছে।
রিটার্নিং কর্মকর্তাদের সূত্রে জানা যায়, আগামী ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত ৪৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তন্মধ্যে নিবন্ধিত ৫টি রাজনৈতিক সংগঠনের দলীয় ২৬ জন প্রার্থী ছাড়াও অনিবন্ধিত রাজনৈতিক সংগঠন সমর্থিত স্বতন্ত্র বিভিন্ন দলের বিদ্রোহী স্বতন্ত্র ও সাধারণ স্বতন্ত্র মোট ২২ জন।
১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পাওয়া ৪৮ জন প্রার্থী হচ্ছেন- ১নং আলী নগর ইউনিয়নে আ.লীগের প্রার্থী নজরুল ইসলাম জায়গীরদার (নৌকা) ও বিএনপির দলীয় প্রার্থী মামুনুর রশীদ মামুন (ধানের শীষ)। ২নং চারখাই ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থী মাহমদ আলী (নৌকা), জামায়াত সমর্থিত আমির হোসেন চৌধুরী (চশমা), হোসেন মুরাদ চৌধূরী (আনারস)।
৩নং দুবাগ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবদুস সালাম (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী নুরুল কিবরিয়া (ধানের শীষ), আ.লীগের বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন (আনারস), জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম (খেজুর গাছ)। ৪নং শেওলা ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থী জহুর উদ্দিন (নৌকা), বিএনপির প্রার্থী আকতার খান জাহেদ (ধানের শীষ), জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল হামিদ (খেজুর গাছ), শাকিল হোসেন (আনারস), জাসদের প্রার্থী আহমদ আব্দুল হাই (মশাল)।
৫ নং কুড়ার বাজার ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থী হাজী মাহমদ আলী (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী আবু তাহের (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী আলকাছ আলী (লাঙ্গল), আ.লীগের বিদ্রোহী প্রার্থী তুতিউর রহমান (আনারস), আসলাম আহমদ (চশমা), আজিজুল ইসলাম (মোটর সাইকেল)। ৭নং মাথিউরা ইউনিয়নের আ.লীগের দলীয় প্রার্থী শিহাব উদ্দিন (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী জাকির হোসেন সুমন (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী কছির আলী আব্দুর রব (আনারস), আব্দুল ফাত্তাহ বকসী (ঘোড়া), আমিনুল এহসান সাহেদ (চশমা)। ৮নং তিলপাড়া ইউনিয়নে আ.লীগের প্রার্থী এমাদ উদ্দিন (নৌকা), বিএনপির প্রাথী আব্দুস ছাত্তার (ধানের শীষ), আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইসলাম উদ্দিন (ঘোড়া), আব্দুল¬াহ সুফিয়ান (মোটর সাইকেল), আজিম উদ্দিন (অটোরিক্সা), স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান (চশমা), হাফিজ আব্দুল বাছিত জবলু (আনারস)।
৯নং মোল¬াপুর ইউনিয়নে আ.লীগের প্রার্থী আশরাফুল ইসলাম (নৌকা), বিএনপির প্রার্থী এম এ মতলিব (ধানের শীষ), জাতীয় পার্টি’র প্রার্থী গিয়াস উদ্দিন (লাঙ্গল), আ.লীগের বিদ্রোহী প্রার্থী এম এ কাদির (ঘোড়া), বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান (আনারস), জাকারিয়া আহমদ (মোটরসাইকেল)। ১০নং মুড়িয়া ইউনিয়নে আ.লীগের প্রার্থী সামছুদ্দিন মাখন (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী ছাদ উদ্দিন সোনা মিয়া (ধানের শীষ), আ.লীগের বিদ্রোহী প্রার্থী ওহিদুর রেজা মাসুম (ঘোড়া), আব্দুল হাছিব (চশমা), জামায়াত সমর্থিত প্রার্থী আবুল খায়ের (আনারস)। ১১নং লাউতা ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী এম এ জলিল (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল হক আক্তার (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী আজিজুল ইসলাম লুকু (লাঙ্গল), আ.লীগের বিদ্রোহী প্রার্থী গৌছ উদ্দিন (আনারস), জামায়াত সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন (ঘোড়া)।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়