Monday, May 30

সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, খুনের অভিযোগ


সিলেট, সোমবার, ৩০ মে ২০১৬ :: সিলেটের দক্ষিণ সুরমায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টিকে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার ঘটনা বলা হলেও এটিকে পরিকল্পিতভাবে হত্যা বলে দাবি করেছেন নিহত যুবকের পিতা। জানা গেছে, সোমবার সকালে দক্ষিণ সুরমার বরইকান্দি ৪নং রোডের মৃত আব্দুল মতিনের বাড়ীর বারান্দা থেকে ছাদেক মিয়া (২৪) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঐ বাড়ীর সদস্যদের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল মতিনের মেয়েকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করেছেন ছাদেক। কিন্তু নিহত যুবকের পিতা উপজেলার হাজরাই চৌধুরীগাওয়ের বাসিন্দা মো. আশিক মিয়া দাবি করেছেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি সিলেটভিউ২৪ডটকমকে জানান, আব্দুল মতিন তাদের দুরসর্ম্পকের আত্মীয় ছিলেন। তিনি জীবিত অবস্থায় তার পারিবারিক বিভিন্ন কাজে ডাকতেন ছাদেককে। আব্দুল মতিন মারা যাওয়ার পর তার স্ত্রী সুফিয়া বেগমও একইভাবে ছাদেককে পারিবারিকভাবে বিভিন্ন কাজে নিয়োজিত রাখেন। সম্প্রতি আব্দুল মতিনের বাড়ী সংলগ্ন স্থানে মায়ের কিছু পৈত্রিক সম্পত্তির খোঁজ পান ছাদেক মিয়া। এ সম্পত্তি নিয়ে ছাদেকের সাথে সুফিয়া বেগমের মনোমালিন্য হয়। সম্পত্তির জের ধরেই ছাদেককে বাড়ীতে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাদেকের পিতা আশিক মিয়া। তিনি এ হত্যার সুষ্ঠু বিচার দাবিতে দক্ষিণ সুরমা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য যে, সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার হাজরাই চৌধুরীগাওয়ের বাসিন্দা দিনমজুর মো. আশিক মিয়ার ছেলে ছাদেক মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়