Thursday, May 5

কানাইঘাট চতুল ইয়াং স্টার ক্লাবের উদ্যাগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: ইয়াং স্টার ক্লাব কানাইঘাট চতুলের উদ্যগে ১৫ তম মৌসুমী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় চতুল বাজার সংলগ্ন মাঠে মাস ব্যাপী উক্ত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ। খেলা পরিচালনা কমিটির সভাপতি নুর আহমদের সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা কিউএম ফররুখ আহমদ ফারুক, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ, আ’লীগ নেতা ফারুক আহমদ। উপস্থিত ছিলেন, আব্দুর রহিম কবুতর, হারুন রশিদ, তাহির আলী, হাবিবুর রহমান, আলমগীর হোসেন, আব্দুর রহমান কালা, আব্দুন নুর কমান্ডার, রফিকুল আম্বিয়া, ছাত্রলীগ নেতা ইমরান আহমদ দুলাল প্রমুখ। হাজারো দর্শকদের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় চতুল হারাতৈল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ডুংরা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করে। প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, বর্তমান সরকারের আমলে কানাইঘাটে উন্নয়নের জোয়ার চলছে। উপজেলার ক্রীড়ার উন্নয়নে সরকারী ভাবে শীঘ্রই একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে এবং উপজেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ক্রীড়া সংস্থার উদ্যোগে খেলাধূলার উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়