কানাইঘাট নিউজ ডেস্ক:
অনেকটা হুট করেই বিয়ে করেছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে মাহির নিজের বাসায় বিয়ে সম্পন্ন হয়। পাত্র সিলেটের কদমতলীর ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু। গত চার বছর যাবৎ তাদের মধ্যে পরিচয় থাকলেও উভয় পরিবারের সম্মতিতেই মাহি এবং অপুর বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়েতে উভয় পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত ছিলেন। গত ১২ মে খুব গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়।
বুধবার রাতে রাজধানীর উত্তরায় একটি স্থানীয় রেস্টুরেন্টে মাহি তার স্বামী অপুকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং একসঙ্গে নৈশভোজ করবেন বলে জানিয়েছেন।
নিজের বিয়ে প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, 'আল্লাহর অশেষ রহমতে খুব ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। অপু গ্রামের সহজ সরল সাধারণ একজন মানুষ। এমন একজন মানুষই আমার জীবনে আমার পাশে চেয়েছিলাম। আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করেছেন।'
তিনি বলেন, 'আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই। তাই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকি।'
মাহিয়া মাহি আরও জানান, আগামী ২৪ জুলাই সিলেটে ওয়ালিমা (বৌ-ভাত) সম্পন্ন হবে।
বিয়ের পর চলচ্চিত্রে অভিনয় করা ছেড়ে দিবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, 'চলচ্চিত্র আমার ভালোবাসা, ভালোলাগার জায়গা। যেহেতু বিয়ের পরা সিলেটেই থাকব আমি, তাই বছরে দু-একটি চলচ্চিত্রে কাজ করবো। এর বেশি না। কারণ আমি আমার বর্তমান জীবনটাকে এখন প্রাধান্য দিতে চাচ্ছি।'
২০১২ সালে শাহীন সুমন পরিচালিত 'ভালোবাসার রং' চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে মাহিয়া মাহির অভিষেক ঘটে। এরপর ২০১৩ সালে তার অভিনীত শাহীন সুমন পরিচালিত 'অন্যরকম ভালোবাসা', জাকির হোসেন রাজু'র 'পোড়ামন', পিএ কাজলের 'ভালোবাসা আজকাল', মনতাজুর রহমান আকবরের 'তবুও ভালোবাসি', ওয়াজেদ আলী সুমনের 'কী দারুণ দেখতে', ইফতেখার চৌধুরীর 'অগ্নি', ২০১৪ সালে জাকির হোসেন রাজুর 'দবির সাহেবের সংসার', 'অনেক সাধের ময়না', সাফিউদ্দিন সাফির 'হানিমুন', সৈকত নাসিরের 'দেশা দ্য লিডার', আব্দুল আজিজের 'রোমিও বনাম জুলিয়েট' সাফি উদ্দিন সাফির 'বিগ ব্রাদার', ২০১৫ সালে সাফি উদ্দিন সাফির 'ওয়ার্নিং', ইফতেখার চৌধুরীর 'অগ্নি-টু' এবং ২০১৬ সালে মেহের আফরোজ শাওনের 'কৃষ্ণপক্ষ' ও জাকির হোসেন রাজুর 'অনেক দামে কেনা' মুক্তি পায়।
এ মুহূর্তে দীপংকর দীপনের 'ঢাকা এ্যাটাক' ছবিতে অভিনয় করছেন তিনি। চলতি মাসের শেষপ্রান্তেই শুটিং শুরু হবার কথা বদিউল আলম খোকনের 'হারজিৎ' চলচ্চিত্রের কাজ।
ক্যারিয়ারের শুরুতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বেশ গুজব ছিল মাহিকে নিয়ে। অবশ্য বরাবরই মাহি সেসব অস্বীকার করেছেন।
এদিকে গেল সপ্তাহে আবদুল আজিজ তার ফেসবুক স্ট্যাটাসে মাহির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন। এই স্বীকারোক্তির ১৫ দিনের মধ্যেই মাহি তার প্রেমিক অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
সূত্র: যুগান্তর
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়