কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে ৬ষ্ঠবারের মতো শপথ নিয়েছেন জয়রাম জয়ললিতা। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার শপথ নেন তিনি। শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকারের অধীনে পরিচালিত ৫০০ মদের দোকান বন্ধ ঘোষণা করেন ‘আম্মা’। এ ছাড়া রাজ্যের অন্যসব মদের দোকান খোলা থাকার সময় কমিয়ে দিয়েছেন তিনি।
জয়ার নির্দেশ, তামিলনাড়ুতে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত মদের দোকান খোলা থাকবে। এর আগে এ সময় ছিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এ রাজ্যে ৬ হাজার ৭২০টি মদের দোকান আছে। ৫০০টি বন্ধ করে দেয়ায় এ সংখ্যা এসে দাঁড়াচ্ছে ছয় হাজার ২২০টিতে।
জয়ললিতা বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি একে একে পূরণ করা হবে। তার প্রতিশ্রুতির মধ্যে উল্লেখ্যোগ্য কয়েকটি হলো- খামার ঋণ বাড়ানো, সব বাড়িতে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ এবং সব তালিম নারীদের জন্য সোনার মঙ্গলসূত্র বিনামূল্যে দেয়া।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়