Wednesday, May 25

আজ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন মমতা

আজ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন মমতা

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই রাজভবনে গিয়ে ইস্তফা দেবেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে ২০১১ সালের মন্ত্রিসভা ভেঙে নিজের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন মমতা। মূলত, নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর আগের সরকারের মন্ত্রিসভা ভেঙে দিতে হয়। মুখ্যমন্ত্রী নিজেও ইস্তফা দেন। সেই নিয়মের জেরেই আজ, ইস্তফা দেবেন তিনি।

তৃণমূল ভবন সূত্রে খবর, আজই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নিজের মুখ্যমন্ত্রী পদের জন্য ইস্তফা দেবেন। জানা গিয়েছে, আজ দুপুর দুটো নাগাদ ইস্তফা-পত্র নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি।

দ্বিতীয়বারের মত মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু ভিভিআইপি, দেশি-বিদেশি অভ্যাগত ও সাধারণ মানুষের উপস্থিতিতে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিধায়করা। এদিনেই শপথ নেবেন পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার ৪৪ জন মন্ত্রী। অনুষ্ঠানে ২০ হাজার সাধারণ মানুষের বসার ব্যবস্থা থাকছে। থাকবেন ১ হাজার ভিভিআইপি এবং ৫ হাজার ভিআইপি। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ও সোনিয়া গান্ধীর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র।

আগামী ২৭ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয় বারের জন্য শপথ নেবে তৃণমূল সরকার। এবারই প্রথা ভেঙে রাজভবনের পরিবর্তে রেড রোডে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বন্ধ থাকবে রেড রোড। অনুষ্ঠান শেষের পরেও মঞ্চ খোলার জন্য ২৯ তারিখ ভোর ছটা পর্যন্ত রেড রোডে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। যানজট এড়াতে বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যান-বাহন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়