Wednesday, May 4

কানাইঘাট থানায় পিকআপ দিলেন প্রবাসী এম এ শাকুর সিদ্দিকী


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য প্রবাসী কানাইঘাট উপজেলার এম এ শাকুর সিদ্দিকী কানাইঘাট থানা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে একটি পিকআপ দিয়েছেন। বুধবার সকালে দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি মো মিজানুর রহমানের কাছে পিকআপটি হস্তান্তর করা হয়। পুলিশ সুপার নুরেআলম মিনা ও আরআরএফ সিলেটের কমান্ডেন্ট মাহমুদুর রহমানের উপস্থিতিতে এম এ শাকুর সিদ্দিকীর পক্ষে দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী পিকআপটির চাবি ডিআইজির হাতে তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুুপার (উত্তর) নয়মুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজ্ঞান চাকমা, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আল-আজাদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল মালিক ছোটন, এপেক্সিয়ান জসিম উদ্দিন, দৈনিক উত্তরপূর্বের কানাইঘাট প্রতিনিধি নিজাম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়