কানাইঘাট নিউজ ডেস্ক:
রহমত, বরকত ও নাযাতের পয়গাম নিয়ে আসছে পবিত্র মাহে রমজান। এই মাস আত্মশুদ্ধির মাস, গুনাহ মাফের মাস। আর আত্মশুদ্ধি অর্জন ও আল্লাহর সাথে কিভাবে সুসম্পর্ক স্থাপন করা যায় সে সম্পর্কে দিক নির্দেশনা দিতে সিলেট আসছেন বিশ্ব মুসলিমের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জানিশীনে ফেদায়ে মিল্লাত (রহ.), আওলাদে রাসূল (সা:) আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী দামাত বারাকুতুহুম।
তিনি পবিত্র রমজানের প্রথম সপ্তাহ সিলেটের ঐতিহ্যবাহী নয়াসড়ক জামে মসজিদে অবস্থান করবেন। অবস্থানকালীন তিনি মুসল্লিদের হেদায়াতের জন্য ঈমান-আমল, আদব-আখলাক তাসাউফের মেহনত ও পদ্ধতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইসলাহী বয়ান পেশ করবেন।
উক্ত মোবারক মাহফিলে সকল মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই বরকতময় মাহফিল সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ইন্তেজামিয়া কমিটির সভাপতি খলিফায়ে ফেদায়ে মিল্লাত মাওলানা আলীম উদ্দীন দুর্লভপুরী ও মুফতী মাওলানা রশীদ আহমদ। উল্লেখ্য, হযরত মাদানী ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত নয়াসড়ক মসজিদে অবস্থান করবেন ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়