Monday, May 23

‘নারী জাগরণের বাতিঘর’


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশসহ উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শোকবার্তায় বাংলাদেশের প্রথম নারী স্পিকার প্রয়াত নূরজাহান বেগমকে ‘নারী জাগরণের বাতিঘর’ অভিহিত করে বলেন, ‘তিনি আজীবন নারীর কল্যাণে ও সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। নারী জাগরণে তার অবদান চির অম্লান থাকবে।’ স্পিকার নূরজাহান বেগমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে নূরজাহান বেগম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়