Saturday, May 21

বাগদাদে জরুরি অবস্থা জারি


কানাইঘাট নিউজ ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভকারীদের চাপের মুখে ইরাকের রাজধানী বাগদাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নিরাপত্তার ঘাটতি, দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে সরকারকে ব্যর্থ ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাসসহ ফাঁকা গুলি ছুড়েছেন দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় বেশ কয়েক জন আহত হয়েছেন। সম্প্রতি শিয়াপন্থী ইরাকের পার্লামেন্টে ব্যাপক তাণ্ডব চালানোর পর পরবর্তী সহিসংতা প্রতিরোধে রাজধানী বাগদাদে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। মোকতাদা আল সদর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর মন্ত্রিপরিষদ সদস্যদের বরখাস্ত করে তাদের স্থানে নিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার দাবি জানায় তারা। কিন্তু রাজনৈতিক দলগুলো এ পরিবর্তনের বিরোধীতা জানিয়ে আসছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলা ও অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থার পর নতুন এ রাজনৈতিক সংকট দেশটিকে আরো অস্থিতিশীল পরিস্থিতির দিকেই নিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়