Wednesday, May 11

কানাইঘাটে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় কাঠ আটক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ ও বন বিভাগের অভিযানে ভারতীয় ৫ লক্ষাধিক টাকার দামী গুল কাঠ আটক করা হয়েছে। চোরাই পথে আসা অনুমান ৩শত ফুট ভারতীয় সুন্ধি, চাম গুল কাঠ গতকাল বুধবার থানার এসআই তাপস চন্দ্র রায়, এসআই পিযুষ দেবনাথ ও উপজেলা বন বিভাগের ভিট কর্মকর্তা শহিদুল ইসলাম পৌর শহরের দক্ষিণ বাজার সুরমা নদীর ঘাট সংলগ্ন এলাকা থেকে আটক করে পরে জব্দ তালিকা করেন। আটকৃত কাঠের বাজার মূল্য অনুমান ৫ লক্ষ টাকা বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে এসব ভারতীয় কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের একাংশের মালিক লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ইউপি সদস্য কাঠ ব্যবসায়ী তমিজ উদ্দিন। তিনি জানান, উজান থেকে প্রায় শতাধিক ফুট সুন্দি গুল কাঠ তিনি বিভিন্ন জনের কাছ থেকে খরিদ করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে ভারতীয় কাঠ জব্দ না করে নবাগত উপজেলা বিট কর্মকর্তা কাঠ ব্যবসায়ীদের সাথে আতাত করে চলছেন। তবে বিট কর্মকর্তা শহিদুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন, সবেমাত্র তিনি কানাইঘাটে যোগদান করেছেন। ভাতরীয় কাঠ চোরাই পথে এখানে যে, বিক্রি হয় এ ব্যাপারে তিনি অবগতন নন। জব্দকৃত কাঠ সিজার লিস্ট তৈরি করে এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি বলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়