ঢাকা: জাতীয় সংসদে এবার ‘পুরুষ দিবস’-এর দাবি তুলেছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
বৃহস্পতিবার রাতে দশম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ দাবি জানান তিনি।
‘পুরুষ দিবস’ পালনের আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, প্রতিবছর নারী দিবস পালন করার পরও নারী নির্যাতন কমছে না। ঘরে-বাইরে নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে। যৌতুকের জন্য নির্যাতন চলছে। বাল্যবিয়ে বন্ধ হয়নি। তাই নারী দিবস পালন করে লাভ নেই। আমি এখন অপেক্ষায় আছি কবে পুরুষ দিবস পালন হবে।
সাংবাদিকদের দাবির কথা তুলে ধরে তিনি বলেন, দিন দিন দ্রব্যমূল্য বাড়ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অন্যদেরও বেতন-ভাতা বেড়েছে। কিন্তু অনেক সাংবাদিক মানবেতর জীবনযাপন করছেন। জাতীয় দায়িত্ব পালন করেও তারা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই তাদের জন্য নবম ওয়েজ বোর্ড করা প্রয়োজন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়