কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলা সিনেমার গানে বলা হয়েছে, ‘চোখ যে মনের কথা বলে।’ হয়তো বলতে পারে। আবার লোকমুখে শোনা যায়, ‘মুখ দেখেই মানুষ চেনা যায়’- এটাও সত্য হতে পারে। তাহলে ঠোঁট দেখেও নিশ্চয়ই মানুষ চেনা যাবে। অবশ্যই যাবে। পুরুষের কথা ঠিক বলতে পারবো না। তবে নারীদের বিষয়টা বলা যায়।
না, এটা কোনো বৈজ্ঞানিক থিউরি নয়। তবে ভাববেন না যে, এ ধারণা একেবারে ভুল। কারণ বিভিন্ন সমীক্ষার মধ্য দিয়েই উঠে এসেছে এমন বৈশিষ্ট্য। হয়তো পূর্বপুরুষরা অনুমান করেও বলতে পারতেন এমন কথা। তবে একজন নারী ঠিক কেমন তা হয়তো তার ঠোঁট দেখেই বলে দেয়া যায়। তো আসুন, জেনে নেই কোন ঠোঁটের নারী কেমন?
* ঠোঁটের আকার হৃদয়ের মতো হলে সেই নারী খুব কামুক এবং আত্মবিশ্বাসী।
* কোনো নারীর উপরের ঠোঁট নিচের ঠোঁটের থেকে বড় হলে তার বিচার-বিবেচনার ক্ষমতা খুব ভালো।
* যে নারীর নিচের ঠোঁট তুলনায় মোটা, তিনি অনেকের ভালোবাসা পান। ভালোবাসা দেয়ার থেকে বেশি পেয়ে থাকেন।
* কারো ঠোঁট শুকনো হলে, সেই নারী খুব পরিশ্রমী হন। নিজেকে নিয়ে বেশি ভাবেন। অপরের চিন্তা কম করেন।
* যে সব নারীর ঠোঁট মোটা হয়, তারা খুব কঠোর স্বভাবের হন। সহজে মন গলানো যায় না।
* যাদের ঠোঁট বড় তারা মুখরা হন। এককথায় ঠোঁটকাটা স্বভাবের। মনের কথা চেপে রাখেন না।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়