Monday, May 23

কানাইঘাটে নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি ৩ দিনেও


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সুরমা নদীতে পাথর বোঝাই ভর্তি নৌকা ডুবে নিখোঁজ ব্যক্তি নাজির অাহমদ(৫৫) কে সোমবার পর্যন্ত তিন দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অাপ্রাণ চেষ্টা করে নৌকার সন্ধান পেলেও নৌকা বা মানুষ উদ্ধার করা সম্ভব হয়নি এবং একই কায়দায় সোমবার আরো দু'জন ডুবুরি চেষ্টা করে উদ্ধার করতে পারেনি। জানা যায়, নৌকাটি ৭৫ ফুট গভীরে চলে যাওয়ায় ডুবুরিরা উদ্ধার করতে পারছেন না। ৫০ ফুট গভীর পর্যন্ত হলে উদ্ধার করা সম্ভব হতো। উদ্ধার করতে হলে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করতে হবে। নিখোঁজ ব্যক্তি উপজেলার ৭ নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নের কায়স্তগ্রামের সামসুল হকের পুত্র। শনিবার বিকেল ৩ ঘটিকার সময় কানাইঘাট বাজারের পূর্বে গৌরিপুর গ্রামের পাশে সুরমা নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরবাহী নৌকাটি ভোলাগজ্ঞ থেকে গাছবাড়ী অাসছিল। গৌরিপুর নামক স্থানে অাসলে ঢেউয়ের সাথে নৌকাটি হারিয়ে যায়।এ সময় নৌকার উপরে থাকা দুজন সাতারে তীরে উঠতে সক্ষম হলেও নৌকার ভিতরে থাকা মালিক নজির অাহমদ নিখোঁজ হয়ে যান। এখনো নৌকা উদ্ধার করা সম্ভব হয়নি। তিন দিনেও নাজির অাহমদকে খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজনের অাহাজারিতে এক হ্রদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিবারের লোকেরা সবার কাছে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়