Friday, May 27

ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন এখন আছে শুধু নামেই!


ফরিদ আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি, শুক্রবার, ২৭ মে ২০১৬ :: প্রায় শতবছরের পুরণো ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনটিতে লাগেনি কোনো উন্নয়নের ছোয়া। সম্পূর্ণ সুবিধা বঞ্চিত, অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে পুরো স্টেশন ভবন। নেই যাত্রীকোলাহলও। বৃহস্পতিবার সকালে স্টেশনে গিয়ে দেখা যায়- চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ ট্রেন থেকে মাত্র কয়েকজন যাত্রী উঠানামা করেছেন। স্টেশন ভবনে কোন যাত্রী সুবিধা নাই। এমনকি মহিলা বিশ্রামাগার লেখা একটি ভাঙা কক্ষে স্থানীয় একজনের ধান ভরা বস্তা স্তূপাকারে রাখা হয়েছে। নো এডমিশন লেখা একটি কক্ষে রান্নার যাবতীয় সরঞ্জাম দেখা যায়। বর্তমান ষ্টেশনের দায়িত্বে থাকা সিরাজ মিয়া তিনি নিজে পোটার না বি.এ.আই.সি তাও জানেন না। তিনি জানান এই স্টেশনের দায়িত্বে তিনিই একমাত্র ব্যক্তি অন্য কোন সহকারী বা কর্মকর্তা কেউ নেই। পাঁচটি কর্ম পদ থাকলেও এখানে কেউ নেই। তিনিই স্টেশনের যাবতীয় কাজ করেন। উন্নয়নবঞ্চিত এ স্টেশন প্রসঙ্গে আলাপকালে তিনি বলেন, স্টেশনে কোন প্লাটফর্মই নেই, আর কি থাকবে? নেই কোন নিজস্ব যোগাযোগ ব্যবস্থা। সিরাজ মিয়া জানান, নিজের ব্যবহৃত মোবাইলের সব যোগাযোগ করেন কিন্তু কোন বিল পান না। স্টেশন ভবনের অধিকাংশই ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। মেরামত করা জরুরি। দেখা যায়- ভবনের বিভিন্ন কক্ষে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। সিরাজ মিয়া আরও জানান- যাত্রী সংখ্যা খুবই কম এ স্টেশনে উঠানামা করেন। ডি গ্রেডের এ স্টেশনে সুরমা মেইল, জালালাবাদ ও কুশিয়ারা ট্রেন যাত্রাবিরতি করে। এ স্টেশন থেকে মাসে মাত্র ৮০ থেকে ১০০টি টিকেট বিক্রি হয়। তাও যা কিছু যাত্রী হোন তারা পবিত্র শাহমালুম মাজারের উদ্দেশ্যে আসা-যাওয়া করেন। কিন্তু কোন যাত্রী সুবিধা না থাকায় দিন দিন যাত্রী কমছে। স্থানীয় আব্দুল মানিক বলেন, ঐতিহ্যবাহী এ স্টেশনটি টিকিয়ে রাখা উচিত। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়