Friday, May 20

সিলেটে এইডস রোগী ৭৪৯, মারা গেছেন ৪১ জন


সিলেট, শুক্রবার, ২০ মে ২০১৬ :: সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে এইচআইভি-এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪৯। তবে এর মধ্যে গত বছরের মে থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৪১ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৮ জন। এইডস রোগীদের এই পরিসংখ্যান ‘আশার আলো সোসাইটি’ নামক একটি সংগঠনের। যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সম্পর্কে আশার আলো সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী মো. সুমন মিয়া বলেন, ‘তাদের মৃত্যু ভয়ের নয়, সচেতনতার।’ তিনি জানান, গত মঙ্গলবার মারা যাওয়া ৪১ জনকে স্মরণ করে আন্তর্জাতিক এইডস ক্যান্ডেল লাইট মেমোরিয়াল ডে পালন করেছে আশার আলো সোসাইটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়