সাভার প্রতিনিধি:
থাকতেন একসঙ্গে, একটি রুমে। আবার পৃথিবী ছেড়ে চলেও গেলেন একসঙ্গে। তাও আবার
এক ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে। কিন্তু কেন তাদের এ অভিমান, তা এখনো জানা
যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকার বিপ্লবের বাড়ির একটি কক্ষ থেকে স্মৃতি ও কবিতা নামের দুই বান্ধবীর মরদেহ উদ্ধার করা হয়। তারা এক ওড়নায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার এসআই মতিউর রহমান শরীফ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে একটি রুমের দরজা ভেঙে ভেতর থেকে স্মৃতি ও কবিতার মৃতদেহ উদ্ধার করা হয়। একটি ওড়নার মধ্যে দুইজনের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ণ নেই। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে আরো নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরো জানান, স্মৃতি ও কবিতা কয়েক মাস ধরে ওই এলাকার বিপ্লবের বাড়ির একটি রুম ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করে আসছিলেন। তারা শারমিন ও হামীম নামে দুইটি পোশাক কারখানায় কাজ করতেন। এর মধ্যে স্মৃতির গ্রামের বাড়ি ঠাকুরগাঁও এবং কবিতার নওগাঁ জেলায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকার বিপ্লবের বাড়ির একটি কক্ষ থেকে স্মৃতি ও কবিতা নামের দুই বান্ধবীর মরদেহ উদ্ধার করা হয়। তারা এক ওড়নায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার এসআই মতিউর রহমান শরীফ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে একটি রুমের দরজা ভেঙে ভেতর থেকে স্মৃতি ও কবিতার মৃতদেহ উদ্ধার করা হয়। একটি ওড়নার মধ্যে দুইজনের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ণ নেই। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে আরো নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরো জানান, স্মৃতি ও কবিতা কয়েক মাস ধরে ওই এলাকার বিপ্লবের বাড়ির একটি রুম ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করে আসছিলেন। তারা শারমিন ও হামীম নামে দুইটি পোশাক কারখানায় কাজ করতেন। এর মধ্যে স্মৃতির গ্রামের বাড়ি ঠাকুরগাঁও এবং কবিতার নওগাঁ জেলায়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়