Wednesday, May 4

সিলেটসহ সারাদেশে গ্যাস সংযোগ দেওয়ার দাবি


সিলেট, বুধবার, ০৪ মে ২০১৬ :: অবিলম্বে সিলেটসহ সারাদেশে গ্যাস সংযোগ চালু করার দাবি জানানো হয়েছে। গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট’র উদ্যোগে বুধবার বিকাল ৫টায় শহরতলীর শাহপরানে ও বিকাল সাড়ে ৫টায় টিলাগড় পয়েন্টে পৃথক সভায় এ দাবি জানানো হয়। গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের নেতা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, গণতন্ত্রী পার্টির জেলা সহ-সভাপতি বিপুল বিহারী দে, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, গনতন্ত্রী পাটির্র জেলা সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, বাসদ জেলা নেতা জুবায়ের আহমদ সুমন, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, বাসদ জেলা নেতা প্রণব জ্যোতি পাল , গনতন্ত্রী পাটির্র জেলা সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন, জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েল ফেয়ার এসোসিয়েশন চঞ্চু লেন্দু দাস চঞ্চল, মন্জু লাল রায় প্রমূখ। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদের মালিক দেশের জনগণ। কিন্তুবিভিন্ন মিথ্যা-ভূয়া, তথ্য-উপাত্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করে লুটপাঠের উদ্দেশ্যে এবারও গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বক্তারা গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জনস্বার্থ বিবেচনা করে পূর্বের ন্যায় গ্যাস সংযোগ প্রদানের আহ্বান জানান। বক্তারা আরো বলেন, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন দীর্ঘদিন থেকে সিলেটসহ সারাদেশে গ্যাস সংযোগের দাবিতে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে। কিন্তু এরপরও সংশ্লিষ্টরা পুনরায় গ্যাস সংযোগ চালুর জন্য কোন উদ্যোগ গ্রহন করেনি। তাই গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের উদ্যোগে আগামি ৪ মে থেকে ১৪ মে পর্যন্ত সিলেট শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্তপূর্ণ পয়েন্টে পথ সভা-সমাবেশ এবং আগামি ২১ মে সিলেট র্কোট পয়েন্টে জনসভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়