তথ্য প্রযুক্তি ডেস্ক:
দারুন অফার আনলো লেনোভো। এবার ৯ হাজার ৯৯৯ টাকা দামের লেনোভো কে৩ নোট পাওয়া যাবে মাত্র ১ হাজার ৯৯৯ টাকায়। ভাবছেন কীভাবে এটা সম্ভব? তাহলে জেনে নিন এই বিশেষ অফার পেতে গেলে আপনাকে কী কী করতে হবে।
এবার বিশেষ এক্সচেঞ্জ অফারে লেনোভো কে৩ নোট কিনতে পারবেন মাত্র ১ হাজার ৯৯৯ টাকায়। কোম্পানির এক্সচেঞ্জ অফারে আপনার পুরনো স্মার্টফোনটি দিয়ে মাত্র ১ হাজার ৯৯৯ টাকায় বাড়ি নিয়ে যান ৯ হাজার ৯৯৯ টাকা দামের লেনোভো কে৩ নোট ফোনটি। অফার খুবই কম দিনের জন্য। এই অফার শুধু ভারতেই মিলবে।
কে৩ নোট ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এতে ২ জিবি র্যাম আছে। ফোনটি অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়