Sunday, May 22

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে ২ সন্তানের জননীর মৃত্যু


চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রেনের নিচে লাফ দিয়ে নার্গিস খাতুন (৪৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার বিকেল চারটার দিকে দর্শনার হঠাৎ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নার্গিস খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের আশান আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি দর্শনার হঠাৎ পাড়া অতিক্রম করার সময় নার্গিস খাতুন ট্রেনের নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে দর্শনা জিআরপি পুলিশ ও দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে নার্গিস খাতুন ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়