Friday, May 6

দক্ষিণ সুরমায় ৪ প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা


দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ নির্বাচনের আচরণবিধি লংঘনের দায়ে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, এসব প্রার্থীদের কেউ মাপ বহির্ভূত পোস্টার ছাপা, ভোট কেন্দ্রে আবার কেউবা দেওয়ালে পোস্টার লাগিয়েছিলেন। যা নির্বাচন আচরণবিধির সম্পূর্ণ বিরোধী। দাউদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম আলম ৯ হাজার টাকা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন ৬ হাজার টাকা ও মেম্বার প্রার্থী খসরুজ্জামান ৩ হাজার টাকা, আব্দুল খালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়