নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাহের আলম নামে এক ছাত্রের উপর সন্ত্রাসী হামলা করেছে স্থানীয় এক বখাটে। জানা যায়,গত সোমবার উপজেলার বাজেখেল গ্রামের শাহাব উদ্দিনের ছেলে চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্র তাহের আলম স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলো। সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের জয়নাল আলমের ছেলে এলাকার চিহ্নিত বখাটে সাজ উদ্দিন সাজু তার পথরোধ করে অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে স্কুলের বিুক্ষুদ্ধ কয়েকশ ছাত্র বখাটে সাজুর শাস্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করে এবং বখাটে সাজুকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তারা।
এ ব্যাপারে চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী স্থানীয় সাংবাদিকদের জানান, স্কুল ছাত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনাকারী বখাটে সাজুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়