Tuesday, May 17

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট স্বেচ্ছাসেবক লীগের ভিন্ন কর্মসূচী


সিলেট, মঙ্গলবার, ১৭ মে ২০১৬ :: বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ। দিনটি উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন তারা। মঙ্গলবার বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক গাছের চারা রোপন করেন। এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সভাপতি আফসার আজিজ, মহানগর সভাপতি আফতাব হোসেন খান, জেলা সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, মহানগর সহ-সভাপতি মুহিব উস সালাম রিজভী প্রমুখ। কর্মসূচী পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস জাতির কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে। দেশের মানুষ যখন অপশাসন আর দুর্বৃত্তায়নে জর্জরিত ছিল, তখনই জননেত্রী শেখ হাসিনা মানুষের আশা-আকাঙ্খার প্রতীক হয়ে ফিরে এসেছিলেন। তার এ প্রত্যাবর্তন দেশে স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করে। বক্তারা আরো বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর অবহেলিত বাঙালিদের জেগে ওঠার সাহস ও প্রেরণা দিয়েছিলেন শেখ হাসিনা। তার ফেরার মাধ্যমে এদেশের মুক্তিকামী মানুষ আবারো জেগে ওঠে নতুন উদ্যমে। যার ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে বিশ্বের বুকে অন্যতম আদর্শ রাষ্ট্র হিসেবে রূপান্তরিত হয়েছে। এসময় সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ ও সহকারী প্রধান শিক্ষক কবির খানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়