Friday, May 27

অারিয়ানের নতুন গার্লফ্রেন্ড!


কানাইঘাট নিউজ ডেস্ক: সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। সাফল্য জমিয়ে সেলিব্রেটও করলেন তিনি। তবে সেলিব্রেশন কি আর একা একা হয়! আরিয়ানের সঙ্গে ছিলেন এক তরুণী। দু’জন বেশ ঘনিষ্ঠ ভাবেই কাটালেন সময়। সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট হতেই ভাইরাল! বলিউডের মিডিয়াগুলোতে হই হই শুরু হয়ে গিয়েছে। অারিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যে মেয়েটিকে পার্টিতে দেখা গেছে সে কে? শুধুই কি আরিয়ানের বন্ধু নাকি তার চেয়েও বেশি কিছু রয়েছে এই দু’জনের মধ্যে! ছবিগুলো দেখে এমনই গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। ছবিও তো কথা বলে কখনও কখনও! কে বলতে পারে ছবি দেখে যা ভাবছে বলিউড টাউন, সেটাই হয়তো সত্যি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়