কানাইঘাট নিউজ ডেস্ক:
দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা বহাল রাখায় বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার নয়জন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদেরকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। একইসাথে এসব বহিস্কৃত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বালাগঞ্জ উপজেলায় ছয়জন ও ওসমানীনগর উপজেলায় তিনজন বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়।
বালাগঞ্জ উপজেলায় দলীয় পদ থেকে বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, পশ্চিম গৌরীপুর ইউনিয়নে নাসির উদ্দিন, আজমল আলী, আব্দুর রহমান মাখন ও পূর্ব গৌরীপুর ইউনিয়নে আজমল বেগ এবং পূর্ব পৈলনপুর ইউনিয়নে ছান উল্লাহ ।
ওসমানীনগর উপজেলার তিনটি ইউনিয়নে তিনজন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন- উসমানপুর ইউনিয়নে ময়নুল আজাদ ফারুক, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে আব্দুল হাফিজ এ. মতিন গেদাই ও
বুরুঙ্গা ইউনিয়নে খালেক আহমদ লটই।
এছাড়াও দলের বিদ্রোহী প্রার্থীদের হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের যেসব নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধেও খুব শীঘ্রই দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়