Monday, May 9

ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে জেলা শ্রমিক লীগের স্মরণ সভা


সিলেট, সোমবার, ০৯ মে ২০১৬ :: দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা। সোমবার নগরীর তালতলাস্থ টিএনটি ফেডারেল ইউনিয়ন অফিস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরীর পরিচালনায় সভাপতির বক্তব্যে প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেন, পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে যে কাজ করে গেছেন জাতি তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। ড. এম এ ওয়াজেদ মিয়া তাঁর কর্মের জন্য শুধু আমাদের কাছে নন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন। বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ড. ওয়াজেদ মিয়ার আদর্শ নতুন প্রজন্মের পাথেয় হয়ে থাকবে। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল মতিন ভুইয়া, আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গির খান, জেলা শ্রমিক লীগ নেতা সুশান্ত দেব, দুলন রঞ্জন দেব, মিজানুর রহমান, শাহ আলম সুরুক, নুর এ আলম, আদনান খান হেলাল প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়