ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বেগম খালেদা জিয়া রাজনৈতিকভাবে হতাশ। তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। তার সাম্প্রতিক বক্তব্যে এটা স্পষ্ট। সরকার পতনে তিনি যাদের নিয়ে বৈঠক করেন তারা যে সরকারের সঙ্গে যোগাযোগ করেন তা তিনি জানেন। তার কর্মীরা তার সঙ্গে নেই।’
আজ মঙ্গবার জাতীয় প্রেসক্লাবে তৃতীয় তলায় স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও বর্তমান পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘গয়েশ্বর এক-এগার নিয়ে যা বলেলেন তাতে এটা প্রতীয়মান যে ভেতরে ভেতরে তারা এ ধরনের ঘটনার ষড়যন্ত্র করছেন। ইহুদি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে বিএনপি সত্যি সত্যি ষড়যন্ত্র করছে। খালেদার মতো তারেকও লন্ডনে বসে দেশবিরোধী চক্রান্ত করছে।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে। সন্ত্রাসের এই চক্র ভাঙতে হলে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছেন, যার আঁচলের ছায়াতলে সন্ত্রাসীরা আশ্রয় পাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আসলামের মতো বাকি ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করতে হবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুর রহমান টুকু, স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগরীর সভাপতি শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়