Friday, May 6

কানাডায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিমানে সরানো শুরু

কানাডায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিমানে সরানো শুরু

কানাইঘাট নিউজ ডেস্ক: কানাডার কর্মকর্তারা বিমানে করে প্রায় ৮ হাজার মানুষকে সরিয়ে নেয়া শুরু করেছে। এরা ফোর্ট ম্যাকমুরের উত্তরাঞ্চল থেকে দাবানলের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে এসেছে। নগরীটি ভয়াবহ দাবানলে ধ্বংস হয়ে গেছে।

শুক্রবার বিপজ্জনক অবস্থায় আটকেপড়া বাকী ১৭ হাজার মানুষকে সরানোর জন্য শুধুমাত্র দক্ষিণের দিকে যাওয়া সড়ক পথটিই নিরাপদ বলে মনে করছেন কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিন দিন আগে শহরের সবগুলো মানুষকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। শহরটিতে ৮৮ হাজার মানুষ বাস করে। এদের কেউ কেউ উত্তর দিকে গেলেও অধিকাংশই দক্ষিণ দিকে পালিয়ে যায়।

আলবার্টা প্রদেশের ৮৫০কিলোমিটার (৩২৮.২ বর্গমাইল) এলাকাজুড়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে। আলবার্টার প্রধানমন্ত্রী রিচেল নটলি নগরবাসীদের সতর্ক করে দিয়েছেন এই বলে যে, তাদেরকে বাড়ি ফিরে যেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

দাবানলে ইতোমধ্যেই ম্যাকমুরে ১৬শ’র এর বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। শহরটির চার হাজার লোককে ইতোমধ্যেই সামরিক ও বেসামরিক বিমানে করে এডমন্টন ও কালগ্যারিতে নিয়ে যাওয়া হয়েছে। আরো চার হাজার লোককে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার কর্তৃপক্ষ আশা করছেন, হাইওয়ে ৬৩ দিয়ে অবশিষ্ট আটকেপড়াদের সরিয়ে নেয়া নিরাপদ হবে। একটি হেলিকপ্টার এই বহরে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তারা বলেছেন, দক্ষিণাঞ্চলের নগর এলাকাগুলো এই সব গৃহহীন মানুষকে সহায়তা দেয়ার জন্য অপেক্ষাকৃত ভাল অবস্থানে রয়েছে বলেই আটকাপড়াদের আবার সরানো শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নটলি বলেন, ‘এই মুহূর্তে যত দ্রুত সম্ভব এই লোকগুলোকে দক্ষিণ দিকে নিয়ে যাওয়ার ওপরই আমরা গুরুত্ব দিচ্ছি।’

বাস্তুচ্যুতদের নিজ শহরে ফিরে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটা কয়েকদিনের ব্যাপার হবে না।’
কর্মকর্তারা বলেন, দমকা বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে। তবে ‘নিয়ন্ত্রণে রয়েছে’।

শনিবার কানাডার তেলসমৃদ্ধ এলাকায় এই দাবানল শুরু হয়। এতে তেল উৎপাদনের অনেক প্রকল্প বন্ধ রাখতে হয়।
এখন পর্যন্ত এই দাবানলে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে মানুষকে সরিয়ে নেয়ার সময় একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়