Thursday, May 12

ব্রাজিলের প্রেসিডেন্ট রৌসেফ বরখাস্ত


কানাইঘাট নিউজ ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিসংশন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সিনেট। খবর বিবিসির। দেশটির উচ্চকক্ষ পার্লামেন্টের ৮১ সদস্যের ৫৫ জন অভিসংশনের পক্ষে মত দিয়েছেন। আর ২২ জন তার বিরোধিতা করেছেন। দিলমা রুসেফকে অভিসংশনের প্রক্রিয়া ১৮০ দিনের বেশি চলবে, যা ৫ আগস্ট থেকে শুরু হবে। আর এই সময়ের মধ্যে তাকে ক্ষমতার বাইরে থাকতে হবে। রুসেফের জায়গায় ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমার দায়িত্ব পালন করবেন। এ সময়ে সিনেট ও এর সব কমিটি নিয়মিত দায়িত্ব পালন করবে। ২০১৪ সালে বাজেট আইন লংঘন করে রুসেফ রাষ্ট্রীয় ব্যাংক থেকে ঋণ নেন। ২০১৪ সালে পুনর্নির্বাচনের সময় সেই অর্থ সামাজিক কর্মসূচিতে ব্যবহার করেন তিনি। আর এই অভিযোগে গত বছর ডিসেম্বরে নিম্নকক্ষ পার্লামেন্টের স্পিকার এদুয়ার্দো কুনহা প্রেসিডেন্ট রুসেফের বিরুদ্ধে অভিসংশনের প্রস্তাব করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়