কানাইঘাট নিউজ ডেস্ক:
কাল ১১ মে থেকে ফ্রান্সে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এই উৎসব চলবে ২২ মে পর্যন্ত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব।
ভেনিস এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে।
দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে প্রতি বছর সাধারণ মে মাসে এটি পালিত হয়। পালে দে ফেস্তিভাল্স এ দে কোঁগ্র নামক ভবনটিতে মূল উৎসব অনুষ্ঠিত হয়। কান উৎসবের জন্যই এই ভবন নির্মাণ করা হয়েছিল।
এই উৎসবকে ঘিরে ফ্রান্সে এখন সাজ সাজ রব। নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছেন না উদ্যোক্তারা। গত বছর দু-দুবার সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে ফ্রান্স। এখনও তাড়া করে বেড়াচ্ছে সেই আতঙ্ক।
চলচ্চিত্র উৎসবে যেন তার আঁচ না পড়ে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়