কানাইঘাট নিউজ ডেস্ক: এবার
নির্মাতাদের ওপর বেজায় চটেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। এর
কারণ নির্মাতাদের সহযোগীরা নাকি তার সঙ্গে সদাচরণ করছেন না।
সম্প্রতি শবনব ফারিয়া তার ফেসবুক পেজে এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন, 'কল করে জিজ্ঞেসও করে না কেমন আছেন, পরিচয়ও দেয় না!' ফার্স্ট কথা এইটা, 'আপু আপনার অমুক তারিখ ডেট আছে'।
পরিচালকদের উদ্দেশ্য করে শবনম আরও লিখেছেন, 'ভাইজানরা, আপনারা যেমন, আপনাদের অ্যাসিসট্যান্টদের ও তেমনটাই শিক্ষা দেন। ইওর অ্যাসিসট্যান্ট রিফ্লেক্টস ইওর পার্সোনালিটি।'
শবনম ফারিয়া আরো লিখেছেন, 'সালাম দেয়া/সালামের জবাব দেয়া, কেমন আছেন (সৌজন্যতা) জিজ্ঞেস করা, পরিচয় দিয়ে তারপর জিজ্ঞেস করা জে শিডিউল আছে নাকি না! এবং তারপর অবশ্যই ইমেডিয়েটলি স্ক্রিপট টা পাঠানো উচিত।'
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি লিখেছেন, 'থ্যাংক ইউ (এখন অনেকেই আমাকে বেয়াদব বলবে জানি, তাও! আজকের পর তিনটা কল পাইছি এমন)।'
সম্প্রতি শবনব ফারিয়া তার ফেসবুক পেজে এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন, 'কল করে জিজ্ঞেসও করে না কেমন আছেন, পরিচয়ও দেয় না!' ফার্স্ট কথা এইটা, 'আপু আপনার অমুক তারিখ ডেট আছে'।
পরিচালকদের উদ্দেশ্য করে শবনম আরও লিখেছেন, 'ভাইজানরা, আপনারা যেমন, আপনাদের অ্যাসিসট্যান্টদের ও তেমনটাই শিক্ষা দেন। ইওর অ্যাসিসট্যান্ট রিফ্লেক্টস ইওর পার্সোনালিটি।'
শবনম ফারিয়া আরো লিখেছেন, 'সালাম দেয়া/সালামের জবাব দেয়া, কেমন আছেন (সৌজন্যতা) জিজ্ঞেস করা, পরিচয় দিয়ে তারপর জিজ্ঞেস করা জে শিডিউল আছে নাকি না! এবং তারপর অবশ্যই ইমেডিয়েটলি স্ক্রিপট টা পাঠানো উচিত।'
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি লিখেছেন, 'থ্যাংক ইউ (এখন অনেকেই আমাকে বেয়াদব বলবে জানি, তাও! আজকের পর তিনটা কল পাইছি এমন)।'
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়