নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল ডাউকেরগুল বড়খেওড় এলাকায় সোমবার সকালে স্থানীয় প্রভাবশালী লোকজন বিলুপ্তপ্রায় প্রজাতির একটি সাম্বা হরিণ শিকার করে ভাগবাটোয়ারা করে নেওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, কানাইঘাট বিট অফিসের সংরক্ষিত বনাঞ্চলে হরিণটি শিকার করেন বড় খেওড় গ্রামের সোলেমানসহ কয়েকজন প্রভাবশালী। পরে হরিণটি তারা জবাই করে মাংস ভাগ বাটোয়ারা করে নিয়ে যান।
এ ব্যাপারে বিট কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুইদিন পূর্বে আমি কানাইঘাটে যোগদান করেছি। দুর্গম বড়খেওড় এলাকায় স্থানীয় লোকজন একটি হরিণ আটক করে এবং পরে হরিণটি জবাই করে মাংস ভাগ বাটোয়ারা কওে নিয়ে গেছে –এমন খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যাই। তবে সেখানে গিয়ে অভিযুক্তদের পাওয়া যায়নি। যারা হরিণটি শিকার করে মাংস ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে তাদের চিহ্নিত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়