কানাইঘাট নিউজ ডেস্ক:
ঢাকা: বিয়ের ক্ষেত্রে পাত্রির বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। কিন্তু জাতীয় দলের ফাস্ট বোলার রুবেল হোসেন বিয়ে করেছেন দশম শ্রেনীর ছাত্রীকে!দশম শ্রেনীর একজন ছাত্রীর বয়স নিশ্চয়ই ১৫ বছরের বেশি হওয়ার কথা নয়।
রুবেল বিয়ে নিয়ে কথা না বলতে চাইালেও খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে নিজ জেলা বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে ৬ লাখ টাকা দেলমোহরে বিয়ে করেন তিনি।
রুবেলের স্ত্রীর বাবা ওষুধ কোম্পানীতে চাকরি করেন।বিয়ে হয় একদমই চুপিচারে। বিয়েতে রুবেলের মা বাবা চাচা, বোন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের এক নেতা নাকি উপস্থিত ছিলেন।
ঢাকাতে রুবেলের বাসা মিরপুরে। জানা গেছে, দোলাকে নিয়ে সেখানে সুখেই সংসার করছেন এ ফাস্ট বোলার।
২০১৪ সালে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পেসার রুবেল হোসেন। ঐ বছরের ডিসেম্বরে রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হ্যাপি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলাও করেন।এ কারণে দুদিন কারাগারেও থাকতে হয়েছিল রুবেলকে।
পরে জামিনে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পান তিনি। সেখানে তিনি অসাধারণ বোলিং নৈপূন্য দেখান। এরপর রুবেলের বিপক্ষে মামলা তুলে নেন হ্যাপি। এরপর থেকে সময় ভালই যাচ্ছিলো। কিন্তু চোটের কারণে অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
তবে ইনজুরি কাটিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন বাগেরহাটের এ পেসার। সাত ম্যাচে পেয়েছেন নয় উইকেট।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়