Sunday, May 29

সন্তানকে শাস্তি দিতে জঙ্গলে ফেলে এলেন বাবা-মা

সন্তানকে শাস্তি দিতে জঙ্গলে ফেলে এলেন বাবা-মা

কানাইঘাট নিউজ ডেস্ক: জাপানের হোক্কাইডো অঞ্চলের উত্তরে একটি পাহাড়ি জঙ্গলে সাত বছরের শিশুকে ফেলে আসার দুই দিন পরও তার সন্ধান পাওয়া যায়নি।

শাস্তি দিতে সন্তানকে জঙ্গলে ফেলে আসেন বাবা-মা। এ কথা জানানোর পর ছেলেটিকে খুঁজতে পুলিশসহ কয়েক শ উদ্ধারকর্মী ওই জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

ছেলেটির বাবা-মা পুলিশকে প্রথমে বলেছিলেন, তাকে নিয়ে জঙ্গলে সবজির খোঁজে গিয়েছিলেন তারা। এক পর্যায়ে তাদের ছেলে হারিয়েছে যায়।

কিন্তু পুলিশের উপর্যুপরী জিজ্ঞাসাবাদে ছেলেটির বাবা-মা স্বীকার করেন, শাস্তি হিসেবে তাকে পাঁচ মিনিটের জন্য জঙ্গলে ছেড়ে দেন তারা। পরে প্রায় ৫০০ মিটার পথ ঘুরে এসে দেখেন যেখানে থাকার কথা ছিল, সেখানে ফিরে তার বাবা-মা আর খুঁজে পাননি তাকে।

শতাধিক সদস্যের জরুরি উদ্ধারকর্মীরা জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়