সিলেট, রবিবার, ০৮ মে ২০১৬ :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিখোঁজ দাদা-নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাউয়াজুরী গ্রাম পার্শ্ববর্তী খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- কাপ্তান মিয়া (৬৮) ও তার নাতি রোহান (১২)। কাপ্তান মিয়া কাউয়াজুরী গ্রামের বাসিন্দা।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, গতকাল শনিবার বিকালে কাউয়াজুরী গ্রাম পার্শ্ববর্তী হাওরে নৌকাযোগে দাদা-নাতি মাছ শিকার করতে যান। এরপর রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। রোববার দুপুরে তাদের লাশ ভাসতে দেখে খবর দিলে লাশ উদ্ধার করে অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়