কানাইঘাট নিউজ ডেস্ক: আজ
বৃহস্পতিবার দিল্লীর বিপক্ষে লড়বে মুস্তাফিজের দল হায়দারাবাদ। মুস্তাফিজের
উইকেট সংখ্যা এখন ১৩টি। এরই মধ্যে ১৫টি উইকেট নিয়ে সেরা অবস্থানে উঠে আছেন
নিউজিল্যান্ডের ম্যাক্লেনাগান।
হাই ভোল্টেজ পূর্ণ ম্যাচটি ঘিরে পয়েন্ট টেবিল ও পেস অ্যাটাকে শীর্ষে থাকা হায়দরাবাদকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে দিল্লি। বুধবার এক সংবাদ সম্মেলনে দিল্লির অলরাউন্ডার জে পি ডুমিনি এমনটাই জানিয়েছেন।
হায়দরাবাদের পেস অ্যাটাকের ব্যাপারে ডুমিনি বলেন, 'এ ব্যাপারে নিশ্চিত যে, আমার দলের সবাই এটা নিয়ে ভাবছে। আমরা এ ব্যাপারে কিছুটা পরিকল্পনা করেছি।
আমরা জানি, তাদের শক্তি কোথায় আর দুবর্লতাও, যেকোনো দলেরই থাকে- এটাই স্বাভাবিক। তাদের শক্তি হলো পেস অ্যাটাক। তাই আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে এবং তাদের মোকাবেলায় আমাদের ব্যাটসম্যানরাও প্রস্তুত আছে। এখন শুধু মাঠে গিয়ে ভালো পারফরমেন্স করতে হবে।'
হাই ভোল্টেজ পূর্ণ ম্যাচটি ঘিরে পয়েন্ট টেবিল ও পেস অ্যাটাকে শীর্ষে থাকা হায়দরাবাদকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে দিল্লি। বুধবার এক সংবাদ সম্মেলনে দিল্লির অলরাউন্ডার জে পি ডুমিনি এমনটাই জানিয়েছেন।
হায়দরাবাদের পেস অ্যাটাকের ব্যাপারে ডুমিনি বলেন, 'এ ব্যাপারে নিশ্চিত যে, আমার দলের সবাই এটা নিয়ে ভাবছে। আমরা এ ব্যাপারে কিছুটা পরিকল্পনা করেছি।
আমরা জানি, তাদের শক্তি কোথায় আর দুবর্লতাও, যেকোনো দলেরই থাকে- এটাই স্বাভাবিক। তাদের শক্তি হলো পেস অ্যাটাক। তাই আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে এবং তাদের মোকাবেলায় আমাদের ব্যাটসম্যানরাও প্রস্তুত আছে। এখন শুধু মাঠে গিয়ে ভালো পারফরমেন্স করতে হবে।'
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়