গোয়াইনঘাট প্রতিনিধি, বুধবার, ২৫ মে ২০১৬ :: গোয়াইনঘাট উপজেলার ৩৯ হাজার কৃষি কার্ডধারী কৃষকদের নিকট থেকে সরকার ১ কোটি ১৭ লক্ষ ৩০ হাজার টাকার ধান ক্রয় করবে। ৮ মে কৃষি মন্ত্রণালয় থেকে এ ধরনের একটি প্রজ্ঞাপন গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরে জারি করা হয়েছে।
চলতি মাসের ১৭ তারিখ হইতে গোয়াইনঘাট উপজেলার ১৪৬ জন কৃষকের তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এতে তালিকাভূক্ত কৃষকেরা ২০০ টন ধান বিক্রির চুক্তি স্বাক্ষর করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- সরকার প্রতি টন ধানের মূল্য নির্ধারন করেছে ২৩ হাজার টাকা। ফলে গোয়াইনঘাটের কৃষকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিগত সময়ে বিভিন্ন ব্যবসায়ীর মাধ্যমে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতেন। যে কারণে কৃষকেরা সরকার কর্তৃক নির্ধারিত ধানের মূল্য না পেয়ে প্রায় অর্ধেক মূল্যে ব্যবসায়ীদের নিকট ধান বিক্রি করতেন। ফলে লাভবান হতো মধ্য স্বত্বভোগকারী ব্যবসায়ীরা।
বর্তমান সরকার গোয়াইনঘাটের ৩৯ হাজার কৃষি কার্ডধারী কৃষকদের মধ্য থেকে বাছাই করে নিজের প্রয়োজন মিটিয়ে উদ্ধৃত ধান যে সকল কৃষকেরা বিক্রি করেন তাদের তালিকা গ্রহণ করছে। প্রয়োজনে সকল কার্ডধারী কৃষকেরাই উদ্ধৃত ধান সরকারের নিকট বিক্রিরও সুযোগ রয়েছে। কৃষি অফিস জানায়- ভাল ও শুকনো উন্নত জাতের ধান সরবরাহ করতে হবে। প্রতি মন ধানের মূল্য ৯২০ টাকা প্রদান করছে সরকার। নিজ ব্যয়ে উপজেলা খাদ্য গোদামে ধান সরবরাহ করতে হবে।
এদিকে, স্থানীয় কৃষকেরা ধানের যথাযথ মূল্য পেয়ে আনন্দিত। লেঙ্গুড়া গ্রামের কৃষক হরমুজ আলী, মাসুম আহমদ, রাসেল আহমদসহ অনেকে জানান, পর্যাপ্ত পরিমাণ ধানের মূল্য পেয়ে তারা ধান চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন। আগামীতে অনাবাদী জমিগুলা চাষাবাদের আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান জানান, সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ এ পদক্ষেপ বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন পাওয়ার পর পরই কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ১৪৬ জন কৃষকদের কাছ থেকে ২০০ টন ধান সংগ্রহ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, সরকার কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা উপজেলায় বিভিন্ন সভা-সেমিনারসহ সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে- যাতে প্রকৃত কৃষক এ সুযোগটি গ্রহণ করতে পারে। এজন্য যাচাই বাছাই করে ধান ক্রয়ের পরামর্শ দেওয়া হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ বলেছেন, কৃষকেরা ধান চাষাবাদ করে প্রকৃত মূল্য পায় না। এ জন্য সরকার প্রকৃত কৃষকদের নিকট থেকে যথাযথ মূল্যে ধান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ধান সরকারের নিকট বিক্রিকালে যাতে কৃষকেরা কোন ধরনের দুর্নীতি ও প্রতারনায় শিকার না হন সেদিকে সংশ্লিষ্ট সকলকে দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়