Monday, May 16

বেগুনি লিপস্টিক পরে হাসির খোরাক ঐশ্বরিয়া


বিনোদন ডেস্ক, কানাইঘাট নিউজ: কান উৎসবে ঠোঁটে বেগুনি লিপস্টিক পরে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই। আর তা নিয়ে হাসির পাত্রী হলেন তিনি। তার এহেন সাজে অনেকেই মুখ টিপে হেসেছিলেন। কিন্তু তিনি এই সমালোচনাকে মোটেই পাত্তা দিলেন না। বেগুনি লিপস্টিক পরে বেখাপ্পা সাজেই কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পোজ দিলেন ঐশ্বরিয়া রাই। গত রবিবার রাতে সেই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে রাই সুন্দরীকে নিয়ে। আলোচনা না বলে সমালোচনা বলাই ভাল বোধহয়। আসলে হাসির খোরাক হয়েছেন। কেউ বলছেন, ঐশ্বর্যাকে দেখে মনে হচ্ছে, সবেমাত্র ব্ল্যাক কারেন্ট আইসক্রীম খেয়েছেন। কেউ বলছেন, ঘুম থেকে উঠে এই বেগুনি ঠোঁট দেখে বিরক্ত লাগল। বা নায়িকা কি দেওয়ালের রঙের বিজ্ঞাপন করছেন? এ সব শুনে কি বিব্রত ঐশ্বরিয়া? না! বরং তাঁর স্পষ্ট জবাব, ‘আমি অভিনেত্রী। বিভিন্ন রকম ফ্যাশন আমার পছন্দ। সবথেকে বড় কথা আমি প্রফেশনাল।’ ৎ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়