কানাইঘাট নিউজ ডেস্ক:
অফিস বের হওয়ার কিছুক্ষণ আগে ফোন পেলেন বাসায় অতিথি আসছে। এদিকে বাসায় ঢুকেই দেখলেন যাচ্ছে তাই অবস্থা। ঘরময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড়সহ অনেক কিছু। এমন পরিস্থিতিতে কীভাবে দ্রুত ঘর গোছাবেন? সেটিই জানাব পাঠকদের আজ।
-যদি জিনিসপত্রগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন তাহলে একটি বড় ঝুড়ি বা বাক্স নিন। এরপর জিনিসপত্রগুলো ঝুড়ির ভিতরে রাখুন। ঝুড়ি বা বাক্সভর্তি জিনিসপত্র আড়াল করে রাখুন। যাতে অন্য সময় অবসরে সহজে গুছিয়ে নিতে পারেন।
-ভ্যাকুয়াম দিয়ে দ্রুত বসার কক্ষটি পরিষ্কার করে নিন। এতে বেশি সময় লাগবে না। তবে এই ভেবে প্রশান্তি পাবেন, মেঝেটা অন্তত চকচকে করতে পেরেছেন।
-ব্যাকটেরিয়া প্রতিরোধক টিস্যু দিয়ে ডাইনিং টেবিল পরিষ্কার করুন।
-বাথরুম পরিষ্কার করা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। বাথরুমে থাকা অপরিষ্কার কাপড় এবং টিস্যু গুছিয়ে নিন। দরজার সামনে রুম ফ্রেশনার ব্যবহার করতে ভুলবেন না।
-ঘরের বিভিন্ন জায়গায় টিস্যু রাখুন। যাতে করে অতিথিতিরা সহজেই হাত-মুখ মুছতে পারে।
- উদ্বিগ্ন না হয়ে একটি গভীর নিঃশ্বাস নিন এবং নিজের কাজের দিকে মনোযোগ দিন। আপনি বাসায় মেহমান আসা বন্ধ করতে পারবেন না কিন্তু নিজের মনকে তো পরিবর্তন করতে পারবেন। মনকে এই বলে সান্ত্বনা দিন, কয়েক ঘন্টারই তো ব্যাপার। দেখবেন স্বল্প সময়ে আপনার কাজ গুছিয়ে নিতে পেরেছেন। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের কাজ বণ্টন করে দিতে দ্বিধা করবেন না।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়